আম্পায়ারকে চোর বলায় সেরেনাকে জরিমানা

আম্পায়ারকে চোর বলায় সেরেনাকে জরিমানা

শেয়ার করুন

_103351947_serena_getty4স্পোর্টস ডেস্ক :

ইউএস ওপেনের ফাইনালে আম্পায়ারকে চোর ও মিথ্যুক বলায় এবং কোড লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হচ্ছে সেরেনা উইলিয়ামসকে।

ইউএস টেনিস অ্যাসোসিয়েশন সেরেনাকে ১৭ হাজার ডলার জরিমানা করেছে। ইউএস ওপেনের রানার্সআপ হওয়ায় ১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার প্রাইজমানি জিতেছেন সেরেনা। প্রাইজমানি থেকে জরিমানার অর্থ কেটে নেওয়া হবে বলে জানিয়েছে ইউএসটিএ।

শনিবার ইউএস ওপেনের ফাইনালে ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা খেলা চলার সময়ই তাঁর কোচের কাছ থেকে পরামর্শ নেন। এতে আম্পায়ার প্রথমে তাঁকে সতর্ক করে দেন। সেরেনা আবারো একই কাজ করায় পেনাল্টি পয়েন্ট দেওয়া হয় প্রতিপক্ষ নাওমিকে। এরপর মেজাজ হারিয়ে আম্পায়ারকে চোর ও মিথ্যুক বলে গালাগাল করেন সেরেনা।