আবারও ৯৯ এ থামলেন মিসবাহ, ও.ইন্ডিজ পিছিয়ে ৪১ রানে

আবারও ৯৯ এ থামলেন মিসবাহ, ও.ইন্ডিজ পিছিয়ে ৪১ রানে

শেয়ার করুন

Misbah ul Haq of Pakistan dismiss by Jason Holder of West Indies for 99 runs during the 3rd day of the 2nd Test match between West Indies and Pakistan at Kensington Oval, Bridgetown, Barbados, May 2, 2017.  / AFP PHOTO / Randy BROOKS        (Photo credit should read RANDY BROOKS/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

বার্বাডোস টেস্টে তৃতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে এখনো ৪১ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। ৮ রানে উইকেটে আছেন ব্রাথওয়েট। ২২ রানে সঙ্গে আছেন সিমরোন হেতমায়ের।

এর আগে দ্বিতীয় দিনের করা ৩ উইকেটে ১৭২ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। স্কোর বোর্ডে আরো ৮৭ রান যোগ করে আউট হন ১০৫ রান করা আজহার আলী। এটি তার ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি। অন্যপ্রান্ত আগলে রাখা অধিনায়ক মিসবাহ উল হক আউট হন সেঞ্চুরি থেকে ১ রানে দূরে থেকে। আগের ম্যাচে সঙ্গীর অভাবে ৯৯ রানে অপরাজিত থাকা মিসবাহ এদিন আউট হয়ে যান ৯৯ রানে। সবচেয়ে বেশীবার ৯৯ রান করা ব্যাটসম্যান হলেন মিসবাহ।

এরপর বাকি ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাড়ায় সবকটি উইকেট হারিয়ে ৩৯৩ রান। গেব্রিয়েল ৮১ রানে  নেন ৪ উইকেট। এছাড়া হোল্ডার ও বিশু নেন ৩টি করে উইকেট।