আবারও পাকিস্তানি বোলারদের দাপট

আবারও পাকিস্তানি বোলারদের দাপট

শেয়ার করুন

264310স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করতে বেশী সময় নেয়নি পাকিস্তানের বোলাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করার পর এদিনও দলকে দারুণ শুরু এনে দিয়েছে পাকিস্তানি বোলাররা। দলীয় ২৬ রানের মাথায় গুয়ানটিলাকে শোয়েব মালিকের ক্যাচে পরিণত করেন পেসার জুনায়েদ খান। এরপর মেন্ডিজকে নিয়ে দারুণ খেলতে থাকেন ডিকওয়ালা। দুজনে মিলে গড়ে তোলেন ৫৬ রানের জুটি।

এরপরই আঘান হানেন তরুণ পেসার হাসান আলী। মেন্ডিজকে ২৭ রানে বোল্ড করেন। আর অভিজ্ঞ চান্দিমালকে রানের খাতাই খুলতে দেননি ফাহিম আশরাফ। শূণ্য রানে বোল্ড হয়ে ফেরেন চান্দিমাল।

৮৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কাকে টেনে তুলছেন ওপেনার ডিকওয়ালা আর অধিনায়ক ম্যাথুস।

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে টুর্নামেন্ট টিকে থাকে সরফরাজ আহমেদের দল। এবার সেমিফাইনালে যাওযার সুযোগ রয়েছে তাদের সামনে। শ্রীলঙ্কাকে হারালেই সেই লক্ষ্য পুরুণ হবে পাকিস্তানের।

শক্তির বিচারে দুই দলের মধ্যে খুব একটা তফাৎ না থাকলেও পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে পাকিস্তান। এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে ৮৪ জয়ের বিপরীতে পরাজয় ৫৮টিতে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ভারতকে অবিশ্বাসভাবে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে লঙ্কানরা। এখন পাকিস্তানকে হারিয়ে সেমিতে উঠতে মরিয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।