আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় সালাহ

আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় সালাহ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও পিয়েরি এমেরিক।

টানা দ্বিতীয়বার আফ্রিকান ফুটবল ফেডারেশনের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন লিভারপুলের মিশরীয়ান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এবারও তার প্রতিদ্বন্দ্বী ক্লাব সতীর্থ ও সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে এবং আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক।

আগামী সপ্তাহে সেনেগালের ডাকারে ২০১৮ সালের বিজয়ীর হাতে দেওয়া হবে আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। গতবারও সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ছিলেন এ তিন তারকা, তবে পুরস্কার উঠেছিল সালাহর হাতে।

২০১৮ সালে ৩৮ ম্যাচে প্রিমিয়ার লিগের এক মৌসুমে গোলের রেকর্ড ভেঙেছেন তিনি। তাঁর অদম্য পারফরমেন্সে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠে লিভারপুল। অলরেডদের সাফল্যে সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানেরও রয়েছে অনন্য ভুমিকা। এদিকে এখন পর্যন্ত সালাহ ও হ্যারি কেইনকে পেছনে ফেলে ১৪ গোল করে লিগে শীর্ষ গোলদাতা গ্যাবন স্ট্রাইকার পিয়েরি।