আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

শেয়ার করুন

Afghan cricketer Rashid Khan (R) appeals for an unsuccessful leg before wicket (LBW) decision against Bangladesh batsman Mohammad Mahmudullah (C) during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Afghanistan at The Sheikh Zayed Stadium in Abu Dhabi on September 20, 2018. / AFP PHOTO / ISHARA S. KODIKARAস্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের বিশাল ব্যাবধানে হেরেছে বাংলাদেশ।

আবুধারীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। দলের রান যখন ৭৯ তখন সাজঘরে ফেরেন ব্যাক্তিগত ৩৭ রান করা শেহজাদ। অধিনায়ক আজগরও যেতে পারেননি বেশিদূর। ব্যাক্তিগত ৮ রানে তিনিও বিদায় নেন। হাসমতউল্লাহার ৫৮,  রশিদ খানের অপরাজিত ৫৭ এবং গুলবাদিন নাইবের ৪২ রানে ৭ উইকেটে ২৫৫ রান করে আফগানিস্তান। সাকিব নেন ৪ উইকেট।

জবাবে, শুরু থেকেই চাপে থাকে বাংলাদেশ। দলীয় ৪৪ রান তুলতেই হারিয়ে ফেলেন নাজমুল ইসলাম,লিটন দাস, মুমিনুল এবং মিঠুনের উইকেট। পঞ্চম উইকেটে সাকিবকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব ব্যাক্তিগত ৩২ রানে রশিদ খানের ঘূর্ণিতে প্যাভেলিয়নে ফেরেন।

শেষ দিকে, মোসাদ্দেকের অপরাজিত ২৬ রান শুধুই হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরমেন্স করে রশিদ খান ম্যাচ সেরা হয়ে জন্মদিনটি স্মরণীয় করে রাখলেন।