আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা-ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা-ব্রাজিল

শেয়ার করুন

mauro-icardiস্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা। এবং ক্যামেরুনের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। এদিকে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে ইতালি।

হোম ভেণ্যুতে ম্যাচ শুরুর ২মিনিটের মাথায় অতিথি মেক্সিকোর জালে বল জড়ায় আর্জেন্টিনা। গোলটি করেন মাউরো ইকার্দি।  এরপর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে ম্যাচ। তবে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা ১-০ গোলের লিড নিয়ে।

বিরতির পর সমতায় ফেরার জন্য বেশ কয়েকবার আর্জেন্টাইনদের ডিফেন্সে আক্রমণ চালায় মেক্সিকো। তবে ব্যর্থ তাদের অনভিজ্ঞ ফরোয়ার্ডরা। উল্টো ৮৭ মিনিটে পাওলো দিবালার গোলে ২-০তে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

এদিকে ইংল্যান্ডের স্টেডিয়াম এমকেতে শুরু থেকেই আক্রমণে যায় ব্রাজিল। বেশ কয়েকটি সুযোগ নস্ট হওয়ার পর, ৪৫ মিনিটে কর্নার থেকে নেয়া শটে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন রিচারর্লিসন। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের ব্যবধান আরও বাড়াতে পারতো, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর হয়ে ওঠেনি। অন্যদিকে ভুল শটে সমতায় ফেরার সহজ সুযোগও হাতছাড়া করেছে ক্যামেরুন।