আনুষ্ঠানিক বিদায় নিতে ঢাকায় হাতুরুসিংহে

আনুষ্ঠানিক বিদায় নিতে ঢাকায় হাতুরুসিংহে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হওয়ার একদিন পর শনিবার সকালে ঢাকা এসেছেন বাংলাদেশ জাতীয় দলের সদ্য সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করতেই সকাল ১১টায় শ্রীলঙ্কান এয়ালাইন্সে ঢাকা পৌঁছান হাথুরুসিংহে।

বৃহস্পতিবার লঙ্কান বোর্ডের সঙ্গে তাঁর তিন বছরের নতুন চুক্তি শুরু হচ্ছে ২০ ডিসেম্বর ভারতের মাটিতে টি-২০ সিরিজ দিয়ে। ২০১১ সালের পর একাদশ প্রধান কোচ হাথুরু ২০২০ পর্যন্ত মেয়াদে পারিশ্রমিক হিসাবে পাবেন প্রতি মাসে ৪৩ লাখ শ্রীলঙ্কান রুপি। যা এখনও পর্যন্ত কোন শ্রীলঙ্কান কোচের সর্বোচ্চ।

২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের ছায়া কোচ থাকা হাথুরুকে বাদ দেয় তখনকার কমিটি। শ্রীলঙ্কার এই সাবেক ওপেনার ২০১৪ সাল থেকে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি থাকলেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্যের কারণে দেশে ফিরে গিয়ে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন। হাথুরুর অধীনে ঘরের মাটিতে ওয়ানডেতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ।