আগুয়েরোর আপিল খারিজ

আগুয়েরোর আপিল খারিজ

শেয়ার করুন

596882578.0

স্পোর্টস ডেস্ক:

৩ ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেও পার পায়নি ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আগুয়েরোর আপিল খারিজ করে দেওয়ায় ৩ ম্যাচের শাস্তি বহাল থাকলো তার।

গত সপ্তাহে রোববার নিজেদের মাঠে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে ওয়েস্টহাম সেন্টারব্যাক উইন্সটন রেইডকে কনুই দিয়ে আঘাত করেন আগুয়েরো। তবে সেটি রেফারি আন্দ্রে মেরিনারের চোখে পড়েনি। এমনকি তিনি ম্যাচ রিপোর্টেও তা উল্লেখ করেননি।

কিন্তু টেলিভিশন রিপ্লেতে ঘটনাটি পরিষ্কার ধরা পড়ে। এর জের ধরেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে ইএফএ। এরপর ২৪ ঘন্টার মধ্যে আগুয়েরো আপিল করলেও, তা কাজে আসেনি।

১০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ ছাড়াও, বোর্নমাউথ ও সোয়ানসির বিপক্ষে ম্যাচে খেলা হবে না আগুয়েরোর। তবে, নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাকে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে সিটির দর্শকরা।