আগামি বছর হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামি বছর হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন

india_wc_trofhi_179423স্পোর্টস ডেস্ক :

দু’বছর পিছিয়ে যাচ্ছে আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বরং ২০২০তে হবে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আগামী দু’বছর বিশ্বের ক্রিকেট খেলুড়ে শীর্ষদেশগুলোর বেশিরভাগই দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে বলেই পিছিয়ে দেওয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি। এমনকি ২০২০ সালে এই আসর কোথায়  হবে তাও জানায়নি।

২০১৬ সালে টি-টোয়েন্টির বিশ্বকাপের ষষ্ঠ আসরের স্বাগতিক ছিল ভারত। তার দু’বছর আগে আয়োজনের দাযিত্ব পালন করেন বাংলাদেশ। তবে এখনও অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড স্বাগতিক হয়নি। সে হিসাবে অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেশি। আর ২০২১ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি।

এদিকে ২৪ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের জন্য পুরস্কার অর্থ ঘোষণা করেছে আইসিসি। বিজয়ী দল পাবে ৬ লাখ ৬০ হাজার ডলার। রানার্স আপ দল পাবে অর্ধেক অর্থাৎ ৩ লাখ ৩০ হাজার ডলার। সেমিফাইনালে পরাজিতরা পারে এক লাখ ৬৫ ডলার করে।