আইসিসির সংশোধিত ট্যুর প্লানে ম্যাচ বাড়লো বাংলাদেশের

আইসিসির সংশোধিত ট্যুর প্লানে ম্যাচ বাড়লো বাংলাদেশের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

আইসিসির সংশোধিত নতুন ফিউচার ট্যুর প্লানে ম্যাচ বাড়লো বাংলাদেশ এবং পাকিস্তানের। সম্প্রতি সিঙ্গাপুরে আইসিসির কর্তাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

সে বৈঠকের পর সদস্যরা এফটিপির আপডেট সংস্করণ প্রকাশ করেন। সেখানে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের ম্যাচের সংখ্যা। একইসংখ্যা বাংলাদেশের ম্যাচসংখ্যাও বৃদ্ধি পায়। তবে টেস্ট এবং ওয়ানডের সংখ্যা অপরিবর্তিত রেখে বাংলাদেশের বাড়ানো হয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

সর্বমোট ম্যাচসংখ্যার দিক থেকে এখনো পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নতুন এফটিপিতে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ বেড়েছে দুটি। তবে, ম্যাচের সংখ্যা কমেছে ভারতের।

তারা আগের মতোই ৩৭টি টেস্ট এবং ৬১টি ওয়ানডে খেলবে। তবে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টির সংখ্যা ৬১ থেকে কমে ৫৩-তে নেমেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত এফটিপি প্রকাশ করবে।