অ্যাথলেটিকোকে বিদায় করে ফাইনালে বার্সেলোনা

অ্যাথলেটিকোকে বিদায় করে ফাইনালে বার্সেলোনা

শেয়ার করুন

luis-suarez-barcelona-atletico-madrid-copa-del-rey_yfn8886fp7tszfr89c8ltue9স্পোর্টস ডেস্ক :

তিন লাল কার্ডের উত্তেজনাকর ম্যাচ ১-১ গোলে ড্র করে প্রথম লেগে এগিয়ে থাকায় কোপ ডেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা।

প্রথম লেগে ২-১ গোলে হেরে ক্যাম্প ন্যুতে শুরুতে বার্সার উপর ঝাপিয়ে পরে অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু গোল আদায় করতে পারেনি। উল্টো ৪৩ মিনিটে সুয়ারেজের গোলে লিড নেয় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় বার্সা। মিডফিল্ডার রবের্তো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের বার্সার উপর ঝাপিয়ে পরে অ্যাথলেটিকো। কিন্তু গোল আদায় করতে পারছিল না।

৬৯তম মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসকো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাদ্রিদের দলটিও ১০ জনে পরিণত হয়।

পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি সিমিওনের দল। অবশেষে ৮৩তম মিনিটে বাঁ-দিক থেকে গ্রিজমানের নি:স্বার্থ পাস পেয়ে সহজেই জালে পাঠান গামেরো।

শেষ মিনিটে সুয়ারেসও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। পাঁচ মিনিটের যোগ করা সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই আরও জমে ওঠে। তবে নয় জনের বার্সেলোনা শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তার জন্ম হতে দেয়নি।

দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৩-২ ব্যবধানে। আতলেতিকোর মাঠে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।