অস্ট্রেলিয়া ক্রিকেটের সংকটে নতুন মাত্রা

অস্ট্রেলিয়া ক্রিকেটের সংকটে নতুন মাত্রা

শেয়ার করুন

3488স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়া ক্রিকেটে চলমান সংকটে যোগ হয়েছে নতুন মাত্রা।  ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে থাকা না থাকা নিয়ে দ্বিধার মুখে এখন স্পন্সর প্রতিষ্ঠানগুলো।

প্রধান দুই স্পন্সর কেএফসি এবং টয়োটা ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রলিয়ার সাথে সম্পর্কের ইতি টেনেছে। ফলে আসন্ন গৃষ্মকালীন টেস্ট, ওডিআই সিরিজ, এমনকি অ্যাশেজেও অস্ট্রেলিয়াকে  খেলতে হবে স্পন্সর ছাড়া। ডেইলি মেইলের হিসাবে বিগ ব্যাশে বছরে ৩-৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়াতা দেয় কেএফসি, ফলে বিগ ব্যাশও আয়োজন করতে হবে স্পন্সর ছাড়া।  এরই মধ্যে বোর্ডের নিয়ম ভঙ্গ করে জার্মান গাড়ি কোম্পানি অডির সাথে চু্ক্তি করেছে মিসেচ স্টার্ক।

পরিস্থিতি এভাব চলতে থাকলে অন্যরাও একই পথ ধবরে  তা নি:সন্দেহে বলাই যায়। অস্ট্রেলিয়ান কমনওয়েলথ ব্যাংকের সাথে নারী দল নিয়ে চু্ক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সিএ’র ঘরোয়া ক্রিকেটারদের অবদান অস্বীকার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল।