অশ্বিনের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনল ভারত

অশ্বিনের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনল ভারত

শেয়ার করুন

India's Ravichandran Ashwin, facing camera, celebrates the dismissal of Australia's Mitchell Marsh during the fourth day of their second test cricket match in Bangalore, India, Tuesday, March 7, 2017. (AP Photo/Aijaz Rahi)

স্পোর্টস ডেস্ক :

রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ব্যাঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়াকে ৭৫ রানে হারালো ভারত। চতুর্থ দিনে স্বাগতিকদের দেয়া ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১২ রানে গুটিয়ে যায় অজিরা। এই জয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো বিরাট কোহলির দল।

চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। অজিঙ্কা রাহানে ৫২ রানে আউট হলে, বাকিরা আসা যাওয়ায় মেতে ওঠেন। একপ্রান্ত আগলে রাখা চেতেশ্বর পূজারা আউট হন সেঞ্চুরি থেকে ৮ রানে দূরে থেকে। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৪ রানে। একাই ৬ উইকেট নিয়ে দলের নায়ক হন হ্যাজেলউড।

জবাবে ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ফেরেন রেনশো। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। অধিনায়ক স্টিভেন স্মিথের ২৮ রানই ছিলো দলের পক্ষে সর্বোচ্চ। অশ্বিন একাই ৪১ রানে নেন ৬ উইকেট।