অলিম্পিক থেকে বিদায় মাহফিজুরের

অলিম্পিক থেকে বিদায় মাহফিজুরের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

রিও অলিম্পিকের সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে হিটেই বাদ পড়লেন বাংলাদেশের সাঁতারু মাহফিজুর রহমান। এদিকে ৫০ মিটার ফ্রি স্টাইলের প্রাথমিক হিটে রাত ১০টায় নামবেন সোনিয়া আক্তার।

পর পর দুটি অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া একমাত্র ক্রীড়াবিদ মাহফিজুর। গত লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাও বহন করেছিলেন এই সাঁতারু। সেবার পুলে ব্যর্থ হয়েছিলেন হিটেই বাদ পড়ে। এবারো ব্যর্থ।

প্রতিযোগিতার পাঁচ নম্বর হিটে আটজনের মধ্যে পঞ্চম এবং মোট ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন তিনি। তাঁর টাইমিং ছিল ২৩ দশমিক ৯২সেকেন্ড।

২০০৩ সালে জাতীয় সাঁতারে প্রথম অংশ নিয়েই স্বর্ণপদক জেতেন। এর পর ২০১২ সালে তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে, ২০১৩ সালে স্পেনের বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ও ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছেন মাহফিজুর।