অলিম্পিকের আঙিনায় উদ্বাস্তু শিবিরের দশ অ্যাথলেট

অলিম্পিকের আঙিনায় উদ্বাস্তু শিবিরের দশ অ্যাথলেট

শেয়ার করুন

refugee_olympic_team

এটিএন টাইমস ডেস্ক:

উদ্বাস্তু শিবির থেকে অলিম্পিকের আঙিনায়। বালির ঝড়, বন্যা, ম্যালেরিয়াকে জয় করে ওঁরা ১০ জন এখন বিশ্ব জয় করতে প্রস্তুত। কেউ ৮০০ মিটার, কেউ বা ১৫০০ মিটারের ট্র্যাকে ঝড় তুলতে তৈরি। এ যেন ঠিক গলি থেকে রাজপথে নেমে পড়ার কাহিনি।

উদ্বাস্তু শিবির থেকে একদম বিশ্ব ক্রীড়ার সেরা ইভেন্টের আঙিনায়। গ্রেটেস্ট শো অন আর্থের পাদপ্রদীপের আলো এখন তাদের উপর। এই শিবিরের ৫ জন উদ্বাস্তু রিও থেকে পদক আনতে একদম কোমর বৈঁধে তৈরি। ১৯৯২ সালে উত্তর-পশ্চিম কেনিয়ায় গড়ে ওঠে শিবিরটি।

প্রথমদিকে সুদানের উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া হত এখানে। তারপর যত দিন গড়িয়েছে, কেনিয়ার কাকুমা উদ্বাস্তু শিবিরে ভিড় বেড়েছে সোমালিয়া, ইথিওপিয়া, বুরুন্ডি, দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, এরিটিয়া, উগান্ডা, রোয়ান্ডা থেকে আসা উদ্বাস্তুদের।

বর্তমানে প্রায় দেড় লাখের বেশি উদ্বাস্তুর ঠাঁই এই কাকুমা শিবিরে। সেই শিবিরের ১০ অ্যাথলেট এবার রিওতে অংশ নিচ্ছে।