অবসরে ইউনুস খানও

অবসরে ইউনুস খানও

শেয়ার করুন

Younis+01স্পোর্টস ডেস্ক :

মিসবার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়কইউনিস খান। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজই হবে তার শেষ সিরিজ।

এর দুই দিন আগে মিসবাহ উল হক টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। এবার ঘোষণা আসলো ইউনিস খানের তরফ থেকে। ২২ এপ্রিল শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

২০০৯ সালে ইউনিসের নেতৃত্বে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতে পাকিস্তান। ১১৫টি টেস্টেরান করেছেন ৯ হাজার ৯৭৭। আর মাত্র ২৩ রান করলে ১০ হাজার ক্লাবের সদস্য হবেন তিনি। ১০ হাজারি ক্লাবে নেই আর কোনও পাকিস্তানি। এই ব্যাটসম্যানের সেঞ্চুরির সংখ্যা ৩৪। যা পাকিস্তানের সর্বোচ্চ। আছে একটি ত্রিপল সেঞ্চুরি। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৩১৩ রানের ইনিংস। এখন পর্যন্ত পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের অধিকারী ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।

এছাড়া ইউনুস খানের আছে বিরল একটি রেকর্ড। যা নাই আর কারও। তিনিই একমাত্র ব্যাটসম্যান যার টেস্ট ক্রিকেট খেলা হয় এমন ১১ টি দেশে সেঞ্চুরি আছে।