অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড

অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড

শেয়ার করুন

Spain footballers and officials at the SaltLake Stadium on Thursday, October 26,2017. Express photo by Partha Paul.

স্পোর্টস ডেস্ক :

গোটা ভারতে ফুটবলের আলো ছড়িয়ে কাল পর্দা নামছে অনুর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের। ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

অনুর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের ফাইনাল। যুবদের আতিথ্য দিতে প্রস্তুত কলকাতার সল্ট লেক স্টেডিয়াম। ছোটদের বিশ্বকাপ নিয়ে গত ২৬দিন ধরে ভারত বুদ হয়ে আছে ফুটবল জ্বরে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া স্বাগতিক ভারত, হয়তো ভুলে গেছে তাদের হতাশা। তবে থেমে নেই ব্রাজিলের সাম্বা কিংবা স্পেনের তিকিতাকার ছন্দ।

ফাইনালের লড়াইয়ে সাম্বা নেই তো কি হয়েছে ছোটদের পায়ে স্পেনের তিকি তাকার বিপক্ষে ইংলিশ ফুটবলের জাদু দেখবে ফুটবল বিশ্ব। সেমিতে ব্রাজিলকে হারিয়ে এরই মধ্যে নিজেদের দক্ষতার প্রমান দিয়েছে ইংলিশরা।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোল ইংল্যান্ডের। সেমিফাইনাল পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৮ বল প্রতিপক্ষের জালে জড়িয়েছে তারা। এছাড়া টুর্নামেন্টে পর-পর দুটো হ্যাট্রিক করে রুনির দেশের নতুন নায়ক বনে গেছেন ইংলিশ স্ট্রাইকার ব্রিউস্টার। তাই স্পেনের  জন্য দুশ্চিন্তার কারন এখন ক্ষুদে ফুটবলার।

অন্যদিকে চারবার ফাইনালের মঞ্চে লড়ার সৌভাগ্য হয়েছে স্পেনের তবে শিরোপার স্বাদ পাওয়া হয়নি কখনো। তাই অধোরা শিরোপার আক্ষেপ ঘোঁচাতে প্রতিপক্ষ ইংল্যান্ডকে পেয়েই খানিকটা স্বস্তি স্প্যানিশ শিবিরে। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমবার ফাইনালে ওঠা ইংল্যান্ডকে গুড়িয়ে দিতে চাইবে তারা।

কাদের গলায় উঠবে বিশ্বজয়ীর পদক? কোন রংয়ের আতসবাজি মালা হয়ে নামবে যুবভারতীয়র আকাশ থেকে।স্পেনের লাল আলো ফুটবে নাকি উড়বে ইংল্যান্ডের সাদা-নীল রং। সব প্রশ্নের উত্তর মিলবে ফাইনালের রোমাঞ্চ শেষেই। এই যারাই জিতুক না কেন, ফুটবল পাবে নতুন যুব চ্যাম্পিয়ন।