অঘোষিত ফাইনালে বুধবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

অঘোষিত ফাইনালে বুধবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বুধবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হয় টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়ায় স্বাগতিকরা। অধিনায়ক মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে ৩৪ রানে জয় পায় বাংলাদেশ। এবার সিরিজ জয়ের সমানে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ জিতলেই সেই লক্ষ্য পুরণ হবে বাংলাদেশের।

শক্তি আর সামর্থ্যের বিচারে অবশ্য অবশ্য ইংলিশদের চেয়ে খানিকটা পিছিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানেও এগিয়ে ইংল্যান্ড। এখন পর্যন্ত ১৮ ম্যাচে মুখোমুখি হয়ে ৪ পরাজয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ১৪ ম্যাচে।

এদিকে- তৃতীয় ওয়ানডের জন্য মোশাররফ রুবেলের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম। অন্যদিকে- প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে ইংল্যান্ড। সিরিজ জয়ের সুযোগ তাদের সামনেও।