২৫ কার্ডের ম্যাচ অ্যাটলেটিকোর বিদায়, সেমিতে ম্যানচেস্টার সিটি

২৫ কার্ডের ম্যাচ অ্যাটলেটিকোর বিদায়, সেমিতে ম্যানচেস্টার সিটি

শেয়ার করুন

Sports

ক্রীড়া ডেস্ক।।

অ্যাটলেটিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও প্রথম লেগের ১-০ গোলের জয় দলটিকে তুলে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।

প্রথম লেগের ৯০ মিনিটে অ্যাটলেটিকো যেন ভেবেই বসেছিল গোল করার প্রয়োজন নেই, রক্ষণ সামলালেই হলো। সেই ম্যাচে অবশ্য শেষমেশ রোহিব্ল্যাঙ্কোদের জেদি রক্ষণ ভেঙে কেভিন ডি ব্রুইনা করেছিলেন গোল, জিতেছিল সিটি। অ্যাটলেটিকো শট নিতে পারেনি একটাও।

নিতে পারেনি বা বলে নেয়নি বললেই যেন বেশি যুক্তিযুক্ত হয় বিষয়টা। গোল হজমের পরেও যে সেদিন গা ঝাড়া দিয়ে ওঠার কোনো লক্ষণ দেখা যায়নি অ্যাটলেটিকোর।

সেই ম্যাচের চিত্র আজও প্রথমার্ধে দেখেছে ম্যাচটা। সিটি আক্রমণ শানিয়েছে, আর অ্যাটলেটিকো আক্রমণ সামলেছে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়।

তাও অবশ্য বিফল হয়ে যেত, যদি না ২৯ মিনিটে বক্সের জটলা থেকে ইলকায় গুন্দোয়ানের শটটা জড়িয়ে যেত জালে। সেটা হয়নি, প্রতিহত হয়েছে বারপোস্টে। অ্যাটলেটিকো একটা চেষ্টা করেছিল, তবে তা আলোর মুখ দেখেনি আদৌ। তাই গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ।

তবে বিরতির পরই পরিস্থিতি বদলায়। ১৩৫ মিনিটে যে অ্যাটলেটিকো সিটির গোলমুখে নিয়েছিল ১টি শট, সেই দলটাই পরের ৪৫ মিনিটে নিয়েছে আরও ১৩টি শট। সেসবও অবশ্য সিটির রক্ষণ সামলেছে দেয়াল হয়ে।