ক্রীড়া ডেস্ক।।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সরিয়ে শীর্ষে উঠছে ফরচুন বরিশাল। আবার কখনো বরিশালকে নিচে নামিয়ে শীর্ষে চলে যাচ্ছে কুমিল্লা। সমান ৯ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে কুমিল্লা আজ (সোমবার) মুখোমুখি হয় বরিশালের।
তবে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ভরাডুবি ইমরুল কায়েসের দলের। ৩২ রানে জয় পেয়েছে বরিশাল। এতে কুমিল্লাকে সরিয়ে আবার শীর্ষে উঠল সাকিবের দল।
বিপিএলে আজ থেকে শুরু হয়েছে সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সাকিব আল হাসানের ফিফটির কল্যাণে স্কোরবোর্ডে ১৫৫ রান জমা করে বরিশাল।
এই রান টপকাতে নেমে বরিশালের বোলিং তোপে একেবারেই সুবিধা করতে পারেনি বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। তাদের ইনিংস থামে ১২৩ রানে।
এতে ৩২ রান জয়ের সঙ্গে ৮ ম্যাচ শেষে ১১ পয়েন্ট শীর্ষে বরিশাল। ১ ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট কুমিল্লার। ব্যাটিংয়ে ৫০ করার পর বল হাতে ২ উইকেট নেন সাকিব।