ব্রাভোর প্রতিরোধ ভেঙ্গে পাকিস্তানের জয়

ব্রাভোর প্রতিরোধ ভেঙ্গে পাকিস্তানের জয়

শেয়ার করুন

253664-3স্পোর্টস ডেস্ক :

ব্রাভোর মহাকাব্যিক ইনিংসের পরও দুবাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ৩৪৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৮৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান।

আগের দিনের ২ উইকেটে ৯৫ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এদিন আর কোন রান যোগ না করে স্যামুয়েলস আউট হন ৪ রানে। ব্ল্যাকউড ১৫ রানে দ্রুত আউট হলে খানিকটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে ড্যারেন ব্রাভো ও রোস্টন চেস ৭৭ রান যোগ করে প্রতিরোধ গড়েন। রোস্টন বিদায় নেন ৩৫ রানে। এরপর সপ্তম উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে ৬৯ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখান ব্রাভো। এক প্রান্ত আগলে রেখে ওয়েস্ট ইন্ডিজকে এক দারুন জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ব্রাভো।

DUBAI, UNITED ARAB EMIRATES - OCTOBER 17:  Darren Bravo of West Indies celebrates reaching his century during Day Five of the First Test between Pakistan and West Indies at Dubai International Cricket Ground on October 17, 2016 in Dubai, United Arab Emirates.  (Photo by Francois Nel/Getty Images)
DUBAI, UNITED ARAB EMIRATES – OCTOBER 17: Darren Bravo of West Indies celebrates reaching his century during Day Five of the First Test between Pakistan and West Indies at Dubai International Cricket Ground on October 17, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

কিন্তু ড্যারেন ব্রাভো ১১৬ রানে আউট হলে সেই স্বপ্ন শেষ হয়ে যায় ক্যারিবীয়দের।

পাকিস্তানের মোহাম্মদ আমির নেন ৩ উইকেট। এর আগে আজহার আলীর ত্রিপল সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ৫৭৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আর দ্বিতীয় ইনিংসে দেবেন্দ্র বিশুর বোলিং তোপে মাত্র ১২৩ রানে অলআউট হয় মিসবাহ-উল হকের দল। আর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ৩৫৭ রান।