স্পোর্টস ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। পিছিয়ে পরেও সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্টহ্যাম।
সাউদাম্পটনের ঘরের মাঠ সেন্ট ম্যারিস স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের তিন মিনিটে স্ট্রাইকার ড্যানিয়াল ইনজেস সুযোগ পেলেও সেটিকে কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর আরো কিছু সুযোগ আসলেও গোল বার উন্মুখ করতে পারেনি তারা। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে উঠতে সময় নেয় ওয়েস্টহ্যাম। ফরোয়ার্ড লুকাস প্যারিসের আক্রমণ প্রতিহত করে প্রতিপক্ষ গোলরক্ষক।
বিরতী থেকে ফিরে আবারো চেনা ছন্দে ফেরে সাউদাম্পটন। ৫০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন র্যাডমন্ড। তবে, তার গোল নিয়ে প্রশ্ন রয়ে যায়। অফসাইড থাকার পরও রেফারি গোলের ঘোষণা দেয়। গোল খেয়ে টনক নড়ে সফরকারীদের। ৫৩ মিনিটে ফিলিপ এন্ডারসনের দেয়া গোলে সমতায় ফেরে পেলেগিন্নির শিষ্যরা। আর ৫৯ মিনিটে সেই এন্ডারসনের গোলে জয় নিশ্চিত হয় ওয়েস্টহ্যামের। ১৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে অবস্থান ওয়েস্টহ্যামের। সমান সংখ্যাক ম্যাচে ১৫ পযেন্ট নিয়ে তলানীতে রযেছে সাউদাম্পটন।