স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপ হকিতে আশা বাঁচিয়ে রাখলো জাপান। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান।
মওলানা ভাষানি জাতীয় স্টেডিয়ামে, এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় জাপান ও পাকিস্তান। দু’দলের জয় প্রয়োজন এমন সমীকরণ নিয়ে মাঠে নামে তারা। ম্যাচের ১৬ মিনিটে কাদিরের পেনাল্টি গোলে এগিয়ে যায় পাকিস্তান। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইরফানরা। ২২ মিনিটে তানাকা কেন্তার ফিল্ড গোলে সমতায় ফেরে জাপান। পাল্টা আক্রমণ থেকে ২৯ মিনিটে এবার প্রতিপক্ষকে পেছনে ফেলে জাপান।
গোলটি আসে উসিহারা হেইতার স্টিক থেকে। তবে শেষ পর্যন্ত জয় পায়নি জাপানরিা। ৫০ মিনিটে মুহাম্মদ উমরের ফিল্ড গোলে সমতায় ফেরে পাকিস্তান। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে পাকিস্তান ও জাপান।