টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে নারী দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে নারী দল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন সালমা খাতুনরা। ৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এর আগে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই আসরে আট ম্যাচে জয় মাত্র একটি। তবে দুই বছরে বাংলাদেশ দল অনেকটা বদলে গেছে। গত জুনে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতে নেয় বাংলাদেশ। বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে মূল মঞ্চে।

৯ নভেম্বর গায়ানায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ নভেম্বর সালমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৪ নভেম্বর শ্রীলঙ্কা ও ১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।