কাউন্টি লিগে অনিশ্চিত মুস্তাফিজ

কাউন্টি লিগে অনিশ্চিত মুস্তাফিজ

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক:

আবারও ইনজুরি শঙ্কা মুস্তাফিজকে ঘিরে। কাঁধের পুরানো ইনজুরি ফিরে এসেছে। যার কারণে সাসেক্সের হয়ে গতকাল রোববার ব্লস্টারশায়ারের বিপক্ষে কাউন্টি লিগে ওয়ানডে অভিষেক হয়নি কাটার মাস্টারের।

আর এই কারণেই আশঙ্কা বাড়ছে যে এখানে শেষ হয়ে যেতে পারে মুস্তাফিজের ইংল্যান্ড অধ্যায়। কাঁধে আঘাত পাওয়ার পর সাসেক্সের ফিজিওকে দেখান তিনি। কথা বলেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের সাথেও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে মুস্তাফিজকে আজই স্কেন ও ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।

এছাড়া এই মুহুর্তে মুস্তাফিজকে দেশে আনার পরিকল্পনা নেই বিসিবির। ওখানে থেকেই পুরোপুরি ইনজুরি মুক্ত করে মুস্তাফিজকে দেশে আনা হবে বলে জানানো হয় বিসিবির পক্ষ থেকে।