সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ শুধু মুখে নয়, ফুটে উঠে নানা উৎসব আর পার্বণে। ধর্ম যার যার উৎসব সবার সেই চেতনায় একসারিতে জড়ো হয় মানুষ। তাইতো একসাথে, একই সময়ে ধর্মীয় উৎসবেও কোন বাধ সাধেনা।

চিত্রটি লালমনিরহাটের। যেখানে পাশাপাশি অবস্থান করছে মসজিদ ও মন্দির। সেখানে পাশাপাশি আঙ্গিনায় অনুষ্ঠিত হয় পূজার উৎসব আর ইসলামিক উপাসনা।

এদেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এই উদাহরণ রাজধানীসহ দেশের নানা প্রান্তে রয়েছে। তাইতো পূজার এই উৎসবে মুসলমানসহ অন্যধর্মের মানুষও এসে তাকে সার্বজনীন উৎসবে রূপ দিয়েছে।

আবার ঠিক এই পূজা শেষ হওয়ার একদিন পরই অনুষ্ঠিত হচ্ছে পবিত্র আশুরা। ১০ মহরমের এই দিনে কারবালা প্রান্তরে মুয়াবিয়ার হাতে শহীদ হন হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন। তাঁর মৃত্যুর দিনটিকে শ্রদ্ধা ও শোকে স্মরণ করেন মুসলমানরা। বিশেষ করে, তাজিয়া মিছিলে কারবালার শোকাবহ ঘটনার দৃশ্যায়ন করে দিনটিকে স্মরণ করেন ইমাম হোসেনের অনুসারী শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের চেতনা সমুন্নত রাখার এইতো বাংলাদেশ।

এক ধর্মের জনগোষ্ঠীর প্রতি অন্য ধর্মের মানুষের এই শ্রদ্ধাবোধ হাজার বছরের বাঙালি সংস্কৃতিরই যেন চিরায়ত রুপ। সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষের এই মেলবন্ধনেই এগিয়ে যাবে অস্প্রদায়িক চেতনার বাংলাদেশ।