৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির!

৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির!

শেয়ার করুন

MAHATHIRএটিএন টাইমস ডেস্ক :

৯২ বছরে আবারো নির্বাচনে দাড়াতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। এই সিদ্ধান্তে আবারো প্রশ্ন আসে আবরো ক্ষমতায় আসতে যাচ্ছে আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির? কেমন কাটিয়েছেন তার ফেলে আসা দিন। আর কেনইবা আবারো আসছেন নির্বাচনে।

ভিডিওতে দেখা যায়, কান্নাভেজা চোখে মেয়েটিকে মাহাথির বলছেন, ‘আমি বৃদ্ধ, আমার আর বেশি সময় নেই। মালয়েশিয়াকে নতুন করে সাজানোর জন্য আমার আরও কিছু কাজ বাকি আছে; সম্ভবত বিগত শাসনামলে আমি কিছু ভুল করেছি, সেগুলো শোধরাতে হবে।’

মাহাথির মোহাম্মদের রাজনীতিতে ফিরে আসা নির্বাচনকে নতুন গতি দিয়েছে, নয়তো আগস্টের নির্বাচনটি খুব একতরফা হতে যাচ্ছিল। ২০১৫ সালে আনোয়ার ইব্রাহিম আবার জেলে যাওয়ার পর যে বিরোধী জোট ক্ষমতাহীন হয়ে পড়েছিল, মাহাথিরের ফিরে আসার পর সেটি ক্রমে শক্তিশালী হচ্ছে।

মাহাথির যদি নির্বাচনে জেতেন, তিনি হবেন পৃথিবীর অন্যতম বয়স্ক নেতা।

ক্ষমতাসীন দল ইউনাইটেড মালায়স ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ২০১৬ সালে মাহাথির বেরসাতু নামে নতুন রাজনৈতিক দল শুরু করেন। পরে তাঁর দল বিরোধী জোট পাকাতান হারপানে যোগ দেয়।

নির্বাচনী রাজনীতিতে মাহাথিরের আবার যোগদানের আগে প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অপ্রতিদ্বন্দ্বী মনে হচ্ছিল।

মাহাথিরের নির্দেশেই ১৯৯৯ সালে আনোয়ার ইব্রাহিমকে প্রথম জেলে যেতে হয়। ২০০৪ সালে তিনি ছাড়া পান। এবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর ড. মাহাথির মোহাম্মদ বলেন, ‘সে অল্প বয়সে একটি ভুল করেছে এবং সে জন্য তার যথেষ্ট শাস্তি হয়েছে।’

ভোটারদের অনেকেই বলছেন, বর্তমান প্রধানমন্ত্রীর বিপক্ষে সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিরোধী জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। মালয়েশিয়ার গ্রামীণ ভোটাররা মাহাথিরের উন্নয়নের কথা মনে রাখবে, কিন্তু বর্তমান সরকাকে সরাতে চাইবে না। তবে কেউ কেউ বলছেন মাহাথিরের ২২ বছরের শাসনামলের উন্নয়নের কথা মাথায় রেখে জনগণ তাকেই আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।
তবে সব প্রমাণ হবে ৯ মের নির্বাচনে। আবারও কি মালয়শিয়াবাসী তাদের উন্নয়নের রুপকার মাহাথির মোহাম্মদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে নাকি আস্থা রাখবে নাজিব রাজাকের উপর??