শেখ হাসিনাতেই আস্থা মোদীর

শেখ হাসিনাতেই আস্থা মোদীর

শেয়ার করুন

sheikh_hasina_modi_pic.jpg-000নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনাতেই আস্থা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর ভারত সফরে স্পষ্ট করেই এই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। কূটনীতি বিশ্লেষকরা বলছেন হাসিনা-মোদীর বিশ্বাসের সম্পর্ক ছাপিয়ে গেছে কূটনীতি, রাজনীতির হিসেবে নিকেশকেও।

শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ভাষায় প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী, কূটনীতি বিশ্লেষকরা বলছেন তা বিরল।

ভারতে এখনও দারিদ্র্যসীমার নীচে কোটি কোটি লোকের বসবাস। আর পাশেই দারিদ্রের বিরুদ্ধে শেখ হাসিনার সফল লড়াইকে তাই ভারতের জন্যও অনুকরণীয় বলছেন নরেন্দ্র মোদী।

মোদীর স্পষ্ট বার্তা, ভারত বাংলাদেশের উন্নয়ন একই সুতায় গাঁথা। তবে উন্নয়ন আর প্রগতির দৌঁড়ে থাকা বিশ্বে এখন অনেক বড় প্রশ্ন নিরাপত্তা আর শান্তি। নরেন্দ্র মোদী বলছেন, এখানেই শেখ হাসিনা সরকারে আস্থা ভারতের।

পারস্পারিক আস্থা এবং বিশ্বাসের এই মালা আরো দীর্ঘায়িত করার স্পষ্ট ঘোষণা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা করা ভিশন দু হাজার একচল্লিশ বাস্তবায়নে সঙ্গে থাকারও ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী।