শীতে রোহিঙ্গাদের অবস্থা হবে ভয়াবহ

শীতে রোহিঙ্গাদের অবস্থা হবে ভয়াবহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নভেম্বরের মাঝামাঝিতেই শীত পড়তে শুরু করেছে কক্সবাজারে। উখিয়া ও টেকনাফের আশ্রয় কেন্দ্রের রোহিঙ্গাদের মাঝে দেখা দিয়েছে শীতজনিত নানারোগ। শীতবস্ত্রের অভাবে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে- সর্দিকাশি, জ্বর, অ্যাজমা ও নিউমোনিয়ায়।

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে এসেছে রাখাইন রাজ্যের বাসিন্দারা। এই রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। কক্সবাজারের বালুখালী, কুতুপালং, পালংখালী, নয়াপাড়া, কুতুপুটিয়া, শামলাপুর আশ্রয় ঠাঁই নিয়েছে তারা। বন ও বৃক্ষ উজাড় করে বসতি গড়ার কারণে, ওইসব বিরান ভূমিতে শীত ও গরম দুটোই প্রকট।

কেবল প্রাণটুকু নিয়েই বাংলাদেশে পালিয়ে এসেছে এসব রোহিঙ্গা। শীতের গরম কাপড় সঙ্গে আনার উপায় ছিল না। এই শীতের শুরুতেই তাই, মারাত্মক দুর্ভোগ নেমে এসেছে তাদের ওপর। শীতের সঙ্গে দেখা দিয়েছে নানারোগের প্রকোপ। ঠান্ডাজনিত অসুখে ক্যাম্পের শিশুদের অবস্থা খুবই করুণ। মেডিকেল ক্যাম্পগুলোয় বাড়ছে রোগীর ভিড়।

এ পরিস্থিতি সামাল দিতে, বেসরকারি বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের মেডিকেল ক্যাম্পের পাশাপাশি কাজ করছে, সরকারের স্বাস্থ্য বিভাগ।