রোহিঙ্গা সংকট নিরসনে চীন-ভারত নেতৃত্ব দিতে পারে : গ্লোবাল টাইমস

রোহিঙ্গা সংকট নিরসনে চীন-ভারত নেতৃত্ব দিতে পারে : গ্লোবাল টাইমস

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

চীনের রাষ্ট্রীয় মুখপাত্র গ্লোবাল টাইমস পত্রিকা তাদের একটি নিবন্ধে বলেছে, মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারত যৌথভাবে নেতৃত্ব দিতে পারে।

নিবন্ধে বলা হয়, মিয়ানমারের সঙ্গে উভয় দেশেরই স্বার্থ জড়িত। ফলে তারা চাইলে রাখাইন সংকট নিরসনে মিয়ানমার ও বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা করতে পারে।

রোহিঙ্গা সংকট নিয়ে গ্লোবাল টাইমস-এর নিবন্ধটিতে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে সুচির নীরবতার কঠোর সমালোচনা হচ্ছে। তবে বেইজিং ও নয়াদিল্লি মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রতিই সমর্থন দিয়ে আসছে। তারা জানে, সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের সময় লাগবে। এরপরও অর্থনৈতিক কারণে এই দুই রাষ্ট্রের সহযোগিতা করা উচিত বলে নিবন্ধে মত দেওয়া হয়েছে।

নিবন্ধে বলা হয়, মিয়ানমারে চীনের বিনিয়োগ ১ হাজার ৮৫৩ কোটি ডলারে পৌঁছেছে এবং বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি। তাই বেইজিংজের উদাসীন থাকা অসম্ভব। এদিকে সাম্প্রতিক মিয়ানমার সফরে অর্থনৈতিক, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানিসহ একাধিক দ্বিপক্ষীয় চুক্তি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।