যে কোন উপায় তিস্তা চুক্তি চায় ভাটি অঞ্চলের মানুষ

যে কোন উপায় তিস্তা চুক্তি চায় ভাটি অঞ্চলের মানুষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তিস্তার ভাটি অঞ্চল এখন পানিশূন্য। চরম দুর্ভোগে তিস্তার ওপর নির্ভরশীল কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা। অভিন্ন এ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি, সাধারণ মানুষ থেকে গবেষকদের।

‘ত্রি-স্রোতা’ বা ‘তিন প্রবাহ’ থেকে নাম তার ‘তিস্তা’। এক সময়ের প্রমত্তা এ তিস্তায় এখন আর স্রোত নেই, নেই পানির প্রবাহ। গত কয়েক বছর ধরেই মৃতপ্রায় উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী তিস্তা।

উজান থেকে নেমে আসা চোয়ানো পানিতে কেবল নীলফামারী জেলার আট হাজার হেক্টর জমিতে চলে সেচ। তবে, পানি বঞ্চিত রংপুর, দিনাজপুর, বগুড়া জেলার কৃষকরা। পানির অভাবে তাদের ফসলি জমি পতিত বালুচর। তিস্তায় পানি না থাকায়, নদীনির্ভর অসংখ্য মানুষের জীবন-জীবিকাও চরম সঙ্কটে।

স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে মরা তিস্তাকে বাঁচাতে প্রয়োজনে বন্ধুরাষ্ট্র ভারতকে চাপ দেয়ার পরামর্শ নদী গবেষকদের।
জল-পরিবেশ ইন্সটিটিউটের চেয়ারম্যান নদী গবেষক ম. ইনামুল হক বলেন, তিস্তা চুক্তি এ দেশের মানুষের প্রাণের দাবি। তিস্তা চুক্তির ব্যাপারে যে কোন উপায় ভারতকে রাজি করাতে হবে।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা ইস্যুতে ভালো খবরের আশায় তিস্তা পাড়ের মানুষ। লাখো মানুষ স্বপ্ন বুনছেন, আবার ফিরবে তাদের সোনালি সুদিন।