বেপরোয়া প্রতিযোগিতায় একের পর এক ঝড়ে যাচ্ছে তাজা প্রাণ

বেপরোয়া প্রতিযোগিতায় একের পর এক ঝড়ে যাচ্ছে তাজা প্রাণ

শেয়ার করুন

2dc79_1ba14805b6_longনিজস্ব প্রতিবেদক :

চালকদের বেপরোয়া প্রতিযোগিতায় একের পর এক  ঝরে যাচ্ছে তাজা প্রাণ। ঘটনার পর কিছুদিন এই নিয়ে হৈ চৈ। এরপর আবারো যা, তাই।  সড়কে  মৃত্যুর এই মিছিল কী চলতেই থাকবে?

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই চিত্র হয়তো একটি ঘটনা। এমনই নানা অনিয়মে জর্জরিত পরিবহন সেক্টর। মানুষের জীবনের স্টিয়ারিং যাদের হাতে, তাদের কতজন প্রাপ্তবয়স্ক? আর কতজনেরই বা গাড়ি চালানোর কিংবা মানুষ মারার লাইসেন্স আছে?
1532928695
এই গণপরিবহন সেক্টর এখন সাক্ষাত মৃত্যুদূত। প্রতিদিন যেন অপেক্ষা,  আজ খালি হবে কোন মা-বাবার বুক? রাজিব থেকে শুরু করে মিম এবং আরেকজন রাজিব। এর মাঝে ঝরে গেছে আরো কত প্রাণ। কিন্তু ঘাতক চালকরা অদৃশ্য হাতের ইশারায় থেকে যাচ্ছে ঝরা-ছোঁয়ার বাইরে। এদের কি কখনো দৃষ্টান্তুমূলক শাস্তি হবে না? কিংবা কবে হবে?

রাজধানীতে প্রতিদিন বাস, লেগুনা কিংবা মোটর সাইকেলের এই বেপরোয়া চলাচল। সেই সঙ্গে আছে যাত্রী হয়রানি, বেশি ভাড়া আদায়। আর আছে চাঁদাবাজি।

আর বিলম্ব নয়,  গণপরিবহনের নৈরাজ্য ঠেকাতে এখনই প্রয়োজন সমন্বিত পরিকল্পনা এবং বাস্তবায়ন। তবেই হয়তো রোধ করা যেতে পারে এই  মৃত্যুর মিছিল।