কেমন আছে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকরা?

কেমন আছে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকরা?

শেয়ার করুন

womenনিজস্ব প্রতিবেদক :

বিশ্বজুড়ে যখন ঢাক ঢোল পিটিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস, তখন কেমন আছে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক? বিভিন্ন গবেষণা, তথ্য উপাও বলছে, ন্যুনতম মজুরি কাঠামোর বাইরে এখনো দেশের ৮৫ শতাংশ শ্রমিক। অর্থ্যাৎ এরা অপ্রাতিষ্ঠানিক, যাদের কোনো নির্ধারিত ন্যুনতম মজুরি নেই। মিলছে না শ্রম আইনের সুযোগ সুবিধাও।

সপ্তাহ বা মাস নয়। দৈনিক মজুরির ভিত্তিতেই তারা কাজ করছেন দিনের পর দিন। মজুরি কত? নির্ভর করে মালিকের মর্জির ওপর । একেক সময় একেক রকম। শ্রম আইনের ভাষায়, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক।

এই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের এই তালিকায় আছে কৃষি শ্রমিকরাও। অথচ কৃষি প্রধান দেশেও তাদের জন্যে নির্ধারিত নেই ন্যুনতম মজুরি। একেক অঞ্চলে একেক রকম। কখনো বেশি, কখনো বা কম।

সরকারের সবশেষ শ্রম শক্তি জরিপ বলছে, এ রকম ন্যুনতম মজুরি কাঠামোর বাইরে অর্থ্যাৎ অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এখন ৫ কোটি ১০ লাখ। অথচ দেশের মোট কর্মরত শ্রমিক আছে ৬ কোটির কিছু বেশি। যাদের মাত্র ১৫ শতাংশ অর্থ্যাৎ ৯০ লাখ প্রাতিষ্ঠানিক, যাদের  ন্যুনতম নির্ধারিত মজুরি আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা : আইএলও সবশেষ দক্ষিণ দক্ষিণ পুর্ব এশিয়ার যে চিত্র তুলে ধরেছে, তাতে অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থান তৈরিতে উপরের সারিতে বাংলাদেশ।

তৈরী পোশাকসহ সরকার নির্ধারিত  ন্যুনতম মজুরি কাঠামো আছে ৪২টি খাতে। এর বাইরে বলতে গেলে সবই অপ্রাতিষ্ঠানিক। বিশ্লেষকরা বলছেন, দেশ উন্নয়নশীল। কিছুদিন পরে পরিণত হবে মধ্যম আয়ের দেশে। কিন্তু যাদের ঘাম আর শ্রমে এ অর্জন, তাদের মুল্যায়ন না হলে  পাদপদীপের আলোয় আসা উন্নয়ন, হয়তো হারিয়ে যাবে মানবিক বিপর্যয়ের অন্ধকারেই।