কুমিল্লায় পাঁচ লাখ নতুন ভোটাররাই ফ্যাক্টর হয়ে উঠবে

কুমিল্লায় পাঁচ লাখ নতুন ভোটাররাই ফ্যাক্টর হয়ে উঠবে

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার ভোটার লিস্টে এবার যোগ হয়েছে পাঁচ লাখেরও বেশি নতুন ভোটার। প্রথমবারের মতো তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আসছে জাতীয় সংসদ নির্বাচনে এই বিপুলসংখ্যক নতুন ভোটার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবেন, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিটি করপোরেশন আর ১৭টি উপজেলা নিয়ে কুমিল্লা জেলা। সংসদীয় আসনের সংখ্যাও অনেক, মোট ১১টি।

কুমিল্লা জেলার নির্বাচনী চিত্র
মোট সংসদীয় আসন        ১১টি
মোট ভোটার সংখ্যা         ৩৮,৭৮,৬০৪ জন
পুরম্নষ ভোটার             ১৯,৫৩,৮৬৫ জন
নারী ভোটার             ১৯,২৪,৭৩৯ জন
নতুন ভোটার             ৫,১৬,৯৭৯ জন

ভোটারসংখ্যা ৩৮ লাখ ৭৮ হাজার ৬শ ৪ জন। পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যাদের বয়স ছিল চৌদ্দ প্লাস, এবার তারা ভোটার। তাদের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৯শ’ ৭৯। জীবনে প্রথম ভোট দেবেন তারা। এখ প্রশ্ন, দেশের পূর্ণ নাগরিক হিসেবে তাদের প্রত্যাশা কী? কেমন প্রার্থীকেই বা ভোট দেবেন তারা?

এই তরুণ ভোটাররাই সামনের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদের মন যারা জয় করতে পারবে, বেড়ে যাবে তাদের বিজয়ের সম্ভাবনা।

নতুন ভোটারদের চাহিদা পূরণে জেলায় ভোট কেন্দ্র বেড়েছে ১০৪টি, আর ভোটকক্ষ বাড়ানো হচ্ছে ৮৬৮টি। এ কেবল একটি জেলার চিত্র। বিপুলসংখ্য নতুন ভোটার সারা দেশেই। এই তরুণ ভোটাররাই নিয়ামক হয়ে উঠতে পারে, আসছে নির্বাচনে।