নিজস্ব প্রতিবেদক :
বিশ্বব্যাংক। বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসলেন সেই সংস্থাটিরই প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্লেষকরা বলছেন, এটা বাংলাদেশের বড় অর্জন। তাছাড়া আগের তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে দুয়ের সম্পর্ক এখন আরো বেশি নতুন মাত্রায়। ভিন্ন উচ্চতায়।
২০১৬ সালে বিশ্বব্যাংক প্রধান জিম ইয়ং কিম বাংলাদেশে এসেছিলেন দারিদ্র জয়ের গল্প শুনতে। দুবছর পর এলেন রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার। রোহিঙ্গাদের জন্য দিচ্ছেন ৪৮ কোটি ডলার অনুদান।
বিশ্লেষকরা বলছেন, এটা এক অর্থে বাংলাদেশের প্রতি তাদের নৈতিক সমর্থন। অন্যদিকে চাপ মিয়ানমারের জন্য।
বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের সম্পর্ক সেই, ১৯৭২ সাল থেকেই। অবকাঠামো থেকে শুরু করে দারিদ্র বিমোচন, আর্থ সামাজিক উন্নয়ন, সব দিকেই বিশ্বব্যাংক, পাশে থেকেছে সব সময়। এ পর্যন্ত করছেন ১৫০০ কোটি ডলার সহায়তা। তবে মাঝে পদ্মা সেতু নিয়ে হয়েছিল ভুল বোঝাবুঝি। অবসান হয়েছে মান অভিমান পর্ব। বিশ্বব্যাংকও বুঝতে পেরেছে তাদের ভুল। এমনকি পদ্মা সেতুতে ১২০ কোটি ডলার দেয়ার কথা থাকলেও, পরোক্ষভাবে বিশ্ব ব্যাংক পরে তার চেয়েও বেশি অর্থ দিয়েছে নানা প্রকল্পে।
তবে বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশের নির্ভরতা হয়তো কমছে। কিন্তু সম্পর্ক আর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার পথটি হয়তো বন্ধ হবেনা কখনোই।