নিজস্ব প্রতিবেদক :
শুরুটা হয়েছিলো ছাত্রলীগ থেকে। এখন যুবলীগ পেরিয়ে নানা অপরাধে ধরা পড়ছেন আওয়ামী লীগ নেতারাও। অনেকে বলছেন, নিজ দলের বিরুদ্ধে সরকার প্রধানের এই অভিযানে ক্ষতিগ্রস্ত হলো আওয়ামী লীগ। আসলেই কি তাই? নাকি নানা কারণে ম্লান হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারেই এই অভিযান।
টানা তৃতীয় দফায় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, অনিয়মের নানা অভিযোগ এসেছে। ব্যক্তির দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্থ হয়েছে দল ও সরকারের ভাবমূর্তি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণার বাস্তব প্রয়োগে সরকার যেনো চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছে, নিজ দলের দুর্নীতিবাজ নেতাদের।
ঘরের ভেতরেই শুদ্ধি অভিযান নিয়ে দলেই নানা প্রশ্ন। বিতর্কিত দুটি নির্বাচনে ম্লান হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করতেই কি উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ? অভিজ্ঞ রাজনৈতিক কর্মী বা আওয়ামী লীগ নেতারা কিভাবে দেখছেন এই অভিযানকে।
সাধারন কর্মীরা এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর এই দীপ্ত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেক নেতা যে এতে খুশি না তা বুঝা যায়। তবে প্রকাশ্যে দুই একজন ছাড়া কেই কথা বলছেন না।
আওয়ামী লীগ নেতাদের এই দাবির প্রতিধ্বনি সাধারণ মানুষের কণ্ঠেও। তারা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। এবং এই অভিযান যেন বন্ধ না হয় এবং কোন অপরাধী যেন ক্ষমতার জন্য পার পেয়ে না যায় সেই দাবি জানিয়েছেন।
ভক্সপপ:
আর তাই বিশ্লেষকরা বলছেন, দেরিতে হলেও সঠিক পথেই ফিরেছে বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ।