২৫ কোটি টাকা ব্যাংকে জমা না দেওয়ায় সাংসদ শওকত চৌধুরীর জামিন বাতিল

২৫ কোটি টাকা ব্যাংকে জমা না দেওয়ায় সাংসদ শওকত চৌধুরীর জামিন বাতিল

শেয়ার করুন

dudok_sawkat_bn24_SM20161124150509নিজস্ব প্রতিবেদক :

আগামী ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংকে জমা না দিলে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য শওকত চৌধুরীর জামিন বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন- দুদকের দু’টি মামলার বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আজ এ নির্দেশ দেন।

২০১৬ সালের ৮ ও ১০ মে শওকত চৌধুরীসহ কমার্স ব্যাংকের ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় দু’টি মামলা করে দুদক। প্রধান আসামি এমপি শওকত চৌধুরীর বর্তমানে জামিনে থাকার কথা উল্লেখ করে, এ মামলার অপর আসামিরাও গত বছর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এরপর গত বছরের ২৪ নভেম্বর তাঁর জামিন বাতিলে রুল জারি করেন হাইকোর্ট।