১৪ দলের সঙ্গে নির্বাচন করতে চায় নাজমুল হুদার জোট

১৪ দলের সঙ্গে নির্বাচন করতে চায় নাজমুল হুদার জোট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

১৪দলীয় জোটের সঙ্গে মিলে নির্বাচন করতে চান ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন জোট। সেই আগ্রহের কথাও তাদের জানিয়েছেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ’র সভায় বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা একথা জানান। সভায় সাত দফা নির্বাচনী প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

ব্যারিস্টার হুদা বলেন, কোন অনির্বাচিত সরকারের অধীনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আগামী সংসদ নির্বাচনে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বিএনএ জানান হুদা।