হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি মঙ্গলবার

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি মঙ্গলবার

শেয়ার করুন

Hasan-hc-180507083344নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া তিন মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের আপিল আবেদনের নথি নির্ধারিত সময়ের মধ্যে আদালতে না পৌঁছায়, এ বিষয়ে আগামীকাল শুনানি হবে।

সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে শুনানির বিষয়ে আশাবাদী ছিলেন বিএনপি প্রার্থীর আইনজীবীরা।

হাসান উদ্দিন সরকারের আইনজীবীদের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সকালে আপিলের সিদ্ধান্ত নেন বিএনপির প্রার্থী। পরে এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর খাস কামরায় দেখা করেন বিএনপির প্রার্থীর আইনজীবী। এ সময় বিএনপির মেয়র প্রার্থীকে আপিলের অনুমতি দেওয়া হয়।

দুপুরে হাইকোর্টে গাজিপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার, দুজনই হাইকোর্টে আসেন। দুই প্রার্থীই নির্বাচন হোক এটা চান। জাহাঙ্গীর আলমও হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়ে তা প্রক্রিয়াধীন রেখেছেন। তবে তার এই আপিলের সিদ্ধান্তকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল মনে করছেন বিএনপির প্রার্থী।