সেনা মোতায়েন নিয়ে দ্বিধাবিভক্ত কমিশন

সেনা মোতায়েন নিয়ে দ্বিধাবিভক্ত কমিশন

শেয়ার করুন

ecনিজস্ব প্রতিবেদক :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। তবে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, জাতীয় নির্বাচনের ইভিএম ব্যবহারে এখনও প্রস্তুত নন তারা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, ইভিএম এবং সেনা মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে মতামত দেয় রাজনৈতিক দলগুলো। অবশ্য, ক্ষমতাশীন দল আওয়ামী লীগ ইভিএমের পক্ষে মত দিলেও সেনা মোতায়েনের বিরোধিতা করে।

সংলাপের পর আবারো আলোচনায় নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বরাত নিয়ে কয়েকটি অনলাইন ও পত্রিকা সংবাদ প্রকাশ করে, ইভিএম’এর ব্যাপারে নির্বাচন কমিশনের চিন্তাভাবনা না থাকলেও সেনা মোতায়েন হবে। তবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে কিনা তা ঠিক হয়নি বলে জানান মাহবুব তালুকদার। তবে, মঙ্গলবার সিইসি সেনা মেতায়েনের সিদ্ধান্তের বিষয়টি নাকচ করে দেন।

বুধাবার সকালে নির্বাচন কমিশনে রংপুর সিটি নির্বাচন নিয়ে এক বৈঠক শেষে সিইসি সেনা মোতায়ন সম্পর্কে কোন মন্তব্য করতে চাননি।

তবে, আগামী সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এ ভোট নেওয়া হচ্ছে না বলে এক প্রকার নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার।