সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচনের জন্য সম্পাদকদের সহযোগিতা চেয়েছে ঐক্যফ্রন্ট

সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচনের জন্য সম্পাদকদের সহযোগিতা চেয়েছে ঐক্যফ্রন্ট

শেয়ার করুন

image-112439-1542373509নিজস্ব প্রতিবেদক :

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণমাধ্যম কাছে সহযোগিতা চেয়েছে ঐক্যফ্রন্ট। সেইসঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দল হিসেবে ঐক্যফ্রন্টের কি করণীর, সেই পরামর্শ চেয়েছে এই জোট।

শুক্রবার দুপুরে সম্পাদকদের সাথে ঐক্যফ্রন্ট বসবে, তা মঙ্গলবারেই জানিয়েছিলের জোট নেতারা। সে অনুযায়ী প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদকদের সাথে ফ্রন্টের এ মতবিনিময় সভা।

আর্ন্তজাতিক মিডিয়া এএফপি আর রয়র্টাসের বাংলাদেশ প্রতিনিধিও ছিলেন এ মতবিনিময়ে। যদিও, শুধূ ছবি নেওয়া ছাড়া, ইলেকট্রনিক মিডিয়াকে ভেতরে থাকতে দেওয়া হয় নি। ২ ঘন্টা ব্যাপী এ বৈঠকে ৩০ মিনিটের মধ্যেই, ব্যক্তিগত কারনে দু’সম্পাদক বেরিয়ে যান।

বৈঠক শেষে কোন সম্পাদকই ক্যামেরার সামনে কথা বলতে চান নি । কথা বলেননি জোটের কোন নেতাও।

জোটের পক্ষ থেকে ড. কামাল আনুষ্ঠানিকভাবে জানান আলোচনার ইস্যু।

পত্রিকার সম্পাদকদের সাথে বসলেও, টেলিভিশনের সম্পাদক বা বার্তা প্রধানদের সাথে কবে আলোচনা হবে তা এখনো ঠিক করেনি ঐক্যফ্রন্ট।