সাত দফার বেশির ভাগই মেনে নিতে প্রধানমন্ত্রী সম্মত: কাদের

সাত দফার বেশির ভাগই মেনে নিতে প্রধানমন্ত্রী সম্মত: কাদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার বেশির ভাগই মেনে নিতে প্রধানমন্ত্রী সম্মত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবি মানা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে, নির্বাচনের আগে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের দাবিও নাকচ করে দিয়েছেন তারা।

বুধবার দুপুরে গণভবনে ঐক্যফ্রন্টের সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষে ওবায়দুল কাদের এ সব কথা বলেন। তিনি জানান: প্রধানমন্ত্রী তাঁর উপর আস্থা রাখতে ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন: একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে তিনি জনগণকে দেয়া কথা অবশ্য পালন করবেন।

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে ঐক্যফ্রন্ট নেতাদের আদালতে যাবার পরামর্শও দিয়েছে সরকারপক্ষ। সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিযোগ এনে, প্রধানমন্ত্রীর কাছে একটি তালিকা দিয়েছে বিএনপি। নির্বাচনের আগে আর সংলাপ সম্ভব না হলেও, আলোচনা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।