সমাবেশ থেকে বিএনপির ৭ দফা ঘোষণা

সমাবেশ থেকে বিএনপির ৭ দফা ঘোষণা

শেয়ার করুন

4নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি এবং সংসদ ভেঙে দেবার দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় এরকম ৭ দফা দাবি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটি বলছে, নির্বাচনের আগেই তারেক রহমানসহ সবার নামে মামলাও প্রত্যাহার করতে হবে, নতুন মামলা দেয়া যাবেনা এবং কাউকে গ্রেপ্তারও করা যাবেনা। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনা মোতায়েন এবং ইভিএম ব্যবহার না করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়।

দলটির সিনিয়র নেতারা বলেন, এসব দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে যে কারও সঙ্গেই ঐক্যে রাজি বিএনপি। তবে, রাজপথ দখল করে সরকারের পতন না ঘটালে দাবি আদায়ে কাউকে পাওয়া যাবেনা বলেও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির সিনিয়র নেতারা।