সমাবেশের অনুমতি এখন না পেলেও, প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি

সমাবেশের অনুমতি এখন না পেলেও, প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি এখনও না পেলেও প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি; দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে ভাষণ দেবেন বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়া পল্টনে বিফ্রিংয়ে মির্জা ফখরুল বলেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ সমাবেশটি করতে চান তারা। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি মহাসচিব বলেন, ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি তারা এখনও পাননি। তবে যথাসময়ে সেই অনুমোদন পেয়ে যাবেন বলে আশা করছেন।

বিএনপি তাদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি হিসেবে বুধবার সমাবেশের অনুমতি চাইলেও কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন চলায় তা পিছিয়ে ১২ তারিখের জন্য নতুন আবেদন করা হয়।

সোহরাওয়ার্দী উদ্যানের ওই সমাবেশ সফল করতে বুধবার বিএনপি ও সহযোগী সংগঠন এবং ঢাকার পাশের জেলা নেতাদের নিয়ে এক যৌথ সভার পর ব্রিফিংয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।