‘রোহিঙ্গা সমস্যা সহজে সমাধান হবে না’

‘রোহিঙ্গা সমস্যা সহজে সমাধান হবে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা সমস্যা সহজে সমাধান হবে না বলে আশংকা প্রকাশ করেছেন সরকারের দুই মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, বিষয়টি কূটনৈতিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টাই চালাবে বাংলাদেশ। আর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনে করেন, প্রধানমন্ত্রী রাশিয়া-চীন সফর করলে সমস্যার সমাধান হবে বলে বিএনপির বক্তব্য হাস্যকর।

নিরাপত্তা পরিষদে রাশিয়া-চীনের মিয়ানমারের পক্ষে অবস্থান স্পষ্ট করার পর  প্রশ্ন উঠছে, তাহলে রোহিঙ্গারা কি আদৌ নিজ দেশে ফেরত যেতে পারবে?

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলছেন, সমস্যার সমাধান সহজ নয়। সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ শান্তিরক্ষা কর্মসূচী নিয়ে এক সভায় তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্যই কূটনতিক তৎপরতা চালিয়ে যাবে।

এদিকে, সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী বলছেন, রাশিয়া-চীন এবং ভারতের মিয়ানমারের পাশে থাকা অস্বাভাবিক কিছু নয়, বা প্রধানমন্ত্রী এসব দেশ সফর করলেও অবস্থার পরিবর্তন হবে এমন নয়।