রোববারের মধ্যে আওয়ামী জোটের মনোনয়নের তালিকা প্রকাশ

রোববারের মধ্যে আওয়ামী জোটের মনোনয়নের তালিকা প্রকাশ

শেয়ার করুন

kaderনিজস্ব প্রতিবেদক :

রোববারের মধ্যে জোটগত মনোনয়নের তালিকা প্রকাশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। শরীকদের জন্য সর্বোচ্চ ৬৫ থেকে ৭০টি আসন ছাড়বে আওয়ামী লীগ। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিং-এ দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার এক ঘণ্টার বিদায়ী সাক্ষাতে দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। ভারত সবার অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এমন তথ্য জানিয়ে ব্রিফিং-এ মন্ত্রী জানান, জনগন ভোট না দিলে বিদেশি রাষ্ট্র কাউকে ক্ষমতায় আনতে পারবেনা।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত। নানা কারণে অনেকেই বাদ পড়তে পারেন। বিতর্ক থাকায় কক্সবাজারের এমপি বদির বদলে তার স্ত্রী এবং টাঙ্গাইলের ঘাটাইলের এমপি রানার বদলে তার পিতাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর জোটগত মনোনয়ন নিয়ে শরীকদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।