রিজভীকে জামিন না দেয়াটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : খালেদা

রিজভীকে জামিন না দেয়াটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : খালেদা

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম জিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধী দলকে নির্মূল করতেই সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিচারবিভাগের কাজে হস্তক্ষেপ করছে সরকার।

বিবৃতিতে বেগম জিয়া আরও বলেন, মামলার এজাহারে নাম না থাকলেও, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন না দেয়াটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রিজভী ন্যায়বিচার পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন বেগম জিয়া।

এর আগে নাশকতার পাঁচ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় রিজভী তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।