রনির মনোনয়নপত্র বাতিল

রনির মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালী-৩ আসনে ধানের শীষে নির্বাচন করত এসে বশে আলোচতি গোলাম মাওলা রনি। বাতিল হলো তার মনোনয়ন পত্র।তাহলে কি আম-ছালা সবই হারালনে রনি?

সম্প্রতি ফেইসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে রনির এই ছবিটি ছড়িয়ে পরে। আওয়ামী লীগের কাছে নৌকার টিকেট চাইতে গিয়েছিলেন তিনি।

তবে ব্যর্থ হয়েছেন। নানা সময় নানা কারনে আলোচিত সমালোচিত হয়েছেন আওয়ামী লীগের হয়ে ২০০৮ সালে নির্বাচিত হওয়া গোলাম মাওলা রনি। সবশেষ আলোচনায় আসেন বিএনপিতে যোগ দিয়ে। বাগিয়ে নেন পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের টিকেট। তবে স্থানিয় বিএনপি কেন্দ্রর এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হন।সাধারন মানুষ বলছেন, রনিকে মনোনয়ন দিয়ে নিজেদের দৈন্যতার পরিচয় দিয়েছে বিএনপি।

এর আগে যুদ্ধাপরাধি কাদের মোল্লাকে নিয়ে নিজের ফেইসবুকে লেখালেখি করে আলোচনা সমালচায় পরেন তিনি। সমালোচিত হয়েছেন গনমাধ্য কর্মিদের লাঞ্ছিত করেও। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে জামানত হারানো রনি মনোনয়ন পত্রই বাতিল হয়ে গেছে।রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া হলফনামায় স্বাক্ষরই ছিলনা  তার।