‘যারা বাংলাদেশে জন্মেনি, তারা দেশকে ভালোবাসতে পারে না’

‘যারা বাংলাদেশে জন্মেনি, তারা দেশকে ভালোবাসতে পারে না’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দেশ প্রেম ও শিক্ষা ছাড়া নেতৃত্ব দেশের উপকার নয় অপকারই বেশি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম জিয়ার জন্ম বাংলাদেশে নয় বলেই তাদের মাঝে দেশ প্রেম নেই।

বুধবার বিকেলে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

৮ম বারের মতো আওয়ামী লীগের নির্বাচিত সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এটি ছিলো ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত। তবে বিপুল লোক সমাগমের কারণে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ছাত্রলীগ নেতাকর্মীদের কার্যত জন সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশপ্রেম আছে বলেই দলটি সরকারে থাকলে দেশের উন্নতি হয়। দেশপ্রেমহীন নেতৃত্ব দেশের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

যারা মানুষ পুড়িয়ে মারে ও জঙ্গিবাদে মদদ দেয়, তারা যেন এই দেশে ক্ষমতায় আসতে না পারে তার জন্য ছাত্রলীগকে সতর্ক থাকারও পরামর্শ দেন আওয়ামী লীগ সভানেত্রী।