মির্জা আব্বাস ও আফরোজা আব্বাজের আগাম জামিন

মির্জা আব্বাস ও আফরোজা আব্বাজের আগাম জামিন

শেয়ার করুন

মির্জা আব্বাসনিজস্ব প্রতিবেদক :

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

অভিযোগ না পাওয়া পর্যন্ত এ জামিন আদেশ বহাল থাকবে বলেও জানিয়েছেন আদালত। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৪ নভেম্বর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলার প্রতিটিতে হুকুমের আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ আরো তিনজনকে।